কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের একটি দলের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা।
রোববার রাত ১১টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের ডেইল পাড়া গ্রামে এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরে হামলার সঙ্গে জড়িত অভিযোগে মোহাম্মদ ফারুক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ডেইল পাড়ার কামাল হোসেনের ছেলে।
আহত পুলিশ সদস্য হলেন- কনস্টেবল মোহাম্মদ সাইফুল। তিনি সেন্টমার্টিন চৌকিতে দায়িত্বরত ছিলেন।
পুলিশ জানায়, রোববার রাতে সেন্টমার্টিনের ডেইল পাড়ার একটি বসতঘরে মাদক বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আজমীর ইলাহির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদককারবারিরা অর্তকিতভাবে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মোহাম্মদ সাইফুল মাথায় আঘাত পান। এ ঘটনায় পুলিশ ধাওয়া করে মোহাম্মদ ফরুক নামে একজনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্বীপের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।
সেন্টমার্টিন পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আজমীর ইলাহি বলেন, অভিযানের সময় একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ হামলার শিকার হয়েছে, বিষয়টি খুবই দুঃখজনক।’
বিষয়টি এই মাত্র শুনেছি উল্লেখ করে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুলিশের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।