কক্সবাজারের মহেশখালী উপজেলায় ওয়ার্কশপের একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার কালারমারছড়া বাজারে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ৩২ বছর বয়সী আইয়ুব আলী কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়ার তালেব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কালারমারছড়া বাজারের উত্তর পাশে একটি ওয়ার্কশপে তেলের খালি ড্রামে গ্যাসের ওয়েল্ডিং করছিলেন আইয়ুব আলী। এ সময় হঠাৎ বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আইয়ুব ঘটনাস্থলেই মারা যান।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ জাহান বলেন, আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে আইয়ুব আলীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।