ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় সাত হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, লবণগুলো কৃত্তিম সংকট সৃষ্টি করার জন্য মজুত করা হয়েছিল। আজ বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী বালিপাড়া ইউনিয়নের ধলা বাজারের পাশে মুজিবর রহমান নামে এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে লবণগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন- ধলা নামাপাড়া এলাকার পারভেজ (২৪), সালেক (২২), নরসিংদি জেলার বাবুরহাট এলাকার হৃদয় (১৯) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার শাকিল (১৮)।