মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও থেকে আওয়ামী লীগের কাউন্সিলর শাখাওয়াত হোসেন পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টায় বালিগাও গোপিনপুর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পিন্টু বালিগাও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর পিন্টুর বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছিল। সেই মামলায় তিনি এতদিন পলাতক ছিলেন। গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বালিগাও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে ভোট দেয়ার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন পিন্টু। তিনি বালিগাও গোপিনপুর গ্রামের মোকলেছ রহমানের ছেলে।
টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত গোলাম রসুল মোল্লা বলেন, আসামি শাখাওয়াত হোসেন পিন্টুকে সিআর মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।