জাতিসংঘ শিশু অধিকার সনদ দিবসের ৩০ তম বার্ষিকী উপলক্ষে গত ০২ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৩৮ টি ব্যাচে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩০ টি ব্যাচে শিক্ষার্থীদের জাতিসংঘ শিশু অধিকার সনদ নিয়ে আলোচনা, গান ও কবিতা আবৃত্তি, ৩০ টি ব্যাচে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে ক্যাম্প-৩ এর এসিস্ট্যান্ট ইনচার্জ মো: শাহজাহান, মুক্তি কক্সবাজারের এফডিএমএন এডুকেশন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (সিফরডি) মুহাম্মদ শামসুর রাব্বি, টেকনিক্যাল অফিসার (এডুকেশন) তাহমিনা খাতুন, ক্যাম্প-৩ এর সাইট ম্যানেজমেন্ট প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইউনিসেফের সহযোগিতায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মুক্তি কক্সবাজার ৩৮২ টি শিশু শিখন কেন্দ্রের মাধ্যমে ৩২৮৬০ জন রোহিঙ্গা শিশুকে শিক্ষার সুযোগ করে দিয়েছে।