উখিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট সোমবার ২৫ নভেম্বর শুরু হচ্ছে। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। উখিয়া উপজেলা প্রশাসন ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি টিম অংশ নিচ্ছে বলে উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মোঃ নিকারুজ্জামান জানিয়েছেন।
টিম গুলো হচ্ছে-(১) জালিয়া পালং ইউনিয়ন ফুটবল দল, জালিয়া পালং ইউনিয়ন। (২) ডেইল পাড়া সৈকত ফুটবল দল-জালিয়া পালং ইউনিয়ন (৩) হলুদিয়া পাতাবাড়ি ফুটবল একাদশ- হলদিয়া পালং। (৪) মরিচ্যা ফুটবল একাডেমি-হলদিয়া পালং। (৫) নবজাগরণ স্পোর্টিং ক্লাব-রত্নাপালং (৬) সিকদার বিল ফুটবল একাদশ-রাজা পালং (৭) রাজাপালং শতদল ক্লাব-রাজা পালং। (৮)পাতাবাড়ি শৈলরঢেবা ফুটবল একাদশ-রাজাপালং। (৯) থাইংখালি খেলোয়াড় সমিতি, পালংখালী। (১০) পালংখালী খেলোয়াড় সমিতি-পালংখালী।