উখিয়ার ইনানীর মেরিন ড্রাইভ সড়কের হোটেল অর্কিড ব্লুর সামনে শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাঁদের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে কক্সবাজার মুভি নাম্বার বিহীন টুরিস্ট জীপ টেকনাফ মুখী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে একজন কে মৃত ঘোষণা করেন ডাক্তার নিহতের নাম হাবিবুল্লাহ ৬৫ সে ইনানী বটতলী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে হাবিবুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি কক্সবাজার মুখী চাঁদের গাড়ি বেপরোয়া গতিতে এসে টেকনাফ মুখী সিএনজি কে সামনে থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন তাদের আহত অবস্থায় উদ্ধার করে ইনানী উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে হাবিবুল্লাহ কে মৃত ঘোষণা করেন ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বাকি আহতরা হলেন আমানুল্লাহ ৫০ আবু তাহের৪০ আনসারুল্লাহ ২৫ কে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি এক্সিডেন্ট এর ঘটনা ঘটেছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জীপ গাড়িটি ইনানী পুলিশ ফাঁড়ির হেফাজতে রাকা হয়েছে বলে জানান তিনি।