পেটের ভেতরে ইয়াবা পাচারকালে কিশোরগঞ্জে পারভীন বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। আটকের পর চিকিৎসকের পরামর্শে পেটের ভেতর থেকে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত পারভীন বেগম কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার মো. সজল মিয়ার স্ত্রী।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট বি এন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পৌর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ইয়াবা কারবারি পারভীন বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে পেটের ভেতরে থাকা ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পারভীন বেগম কুমিল্লা থেকে কিশোরগঞ্জে পেটের ভেতরে করে ইয়াবা পাচার করে আসছে। এমন তথ্যের ভিত্তিতেই শনিবার অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। তিনি বলেন, র্যাবের জিজ্ঞাসাবাদে পারভীন বেগম ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ইয়াবাসহ আটককৃত পারভীন আক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।