চট্টগ্রামের সীতাকুন্ডে থানার বাইপাস বাংলাবাজার এলাকা থেকে সাড়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি বিলাশবহুল কার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি ২২ লক্ষ টাকা।
রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন খবর জানানো হয়।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ জিসান (২৯) ও একই এলাকার শামসুল আলমের পুত্র মো. জুনায়েদ (২০)।
র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মাদক কারবারিদের সাথে যোগসাজসে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। পরে মাইক্রোবাসের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা। তাদের সিন্ডিকেটে একই এলাকার আরো বেশ কয়েকজন ইয়াবা কারবারি রয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।