ডেস্ক রিপোর্ট ::
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এই অভিযানে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় পরে শনিবার দুপুরে আটককৃতদের পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
আটকৃতরা হলো, আগৈলঝাড়ার পশ্চিম সুজনকাঠী গ্রামের মহিদুল মোল্লা ও সরোয়ার সরদার, নগরবাড়ি গ্রামের আল আমীন হাওলাদার, মনির হাওলাদার ও মারুফ হোসেন ওরফে দোলন, রাহুতপাড়া গ্রামের পরিতোষ সরকার ও মিরাজ হাওলাদার।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মহিদুল, আল আমিন ও দোলনকে ৫৫ পিস ইয়াবাসহ এবং রাহুতপাড়ায় পৃথক অভিযানে সরোয়ার, মনির, পরিতোষ ও মিরাজকে ১০৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় শনিবার সকালে এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। আটকৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।