উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীঘ্রই আসছে রাজাপালং ইউনিয়নের সার্বিক তত্বাবধানে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। বর্তমানে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুরু হওয়া “ইউএনও কাপ”ফুটবল টুর্নামেন্টের পরপরই চেয়ারম্যান কাপ শুরু হবে জানা গেছে।
সোমবার ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান কাপের ঘোষনা দিয়ে বলেন,বর্তমান শুরু হওয়া “ইউএনও কাপের মাধ্যমে উখিয়ার খেলাধুলায় আবার প্রাণ ফিরে এসেছে। এটা আমরা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তাই ইউএনও কাপের পরপরই চেয়ারম্যান কাপ শুরু হবে। এটা বর্তমান জনবান্ধব ইউএনও নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের তত্বাবধানে বাস্তবায়ন করা হবে। এ ঘোষনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইউএনও কাপের প্রাণ পুরুষ উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম, উখিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, অধ্যক্ষ মিলন বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন,মেম্বার সালাহ উদ্দিন, মেম্বার ইকবাল প্রমুখ।