ফেনীর সোনাগাজী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির বিষয়ে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়ানোর মামলায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ও ২৯ ধারায় এ সাজা দেন।
এর আগে গত ২১ নভেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ দিন ধার্য করেন আদালত।