কাশ্মীর নিয়ে ভার ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের কোনো খবর নেই। উল্টো দিন দিন প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই সীমান্তে চলছে গুলি। তাতে দুই দেশের সেনাবাহিনীর পাশাপাশি প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরও। আর এক পক্ষ দোষারোপ করছে আরেক পক্ষকে।
এরই প্রেক্ষিতে এবার পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন জোরদার করছে ভারত। পাকিস্তান সীমান্তে প্রায় ২০০ সাঁজোয়া গাড়ি মোতায়েন করতে চলেছে ভারত। তাতে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা।
জানাগেছে, প্রত্যেকটি সাঁজোয়া গাড়িতে বসানো থাকবে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। পাঞ্জাব এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় বিশাল সেনা সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হবে।
এই পুরো অঞ্চলটি জুড়ে নদী এবং খাল রয়েছে। অনেক ক্ষেত্রেই নজরদারিতে ফাঁক থেকে যেত। আর সেই কারণে বিশাল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
রাস্তা বা সড়ক পথে ৫০০ এবং নদী বা খাল দিয়ে আড়াইশ কিলোমিটার টহল দেওয়ার সক্ষমতা রয়েছে এ সব সাঁজোয়া গাড়ির। সব ধরণের রাসায়নিক, জৈব এবং পরমাণু দূষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এই গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। একে এইট ডব্লিউডি বা ৮*৮ বলা হয়।
গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই ‘চিরবৈরী প্রতিবেশী’ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। আর এবার তারা মোতায়েন করছে সাজো যান। তাতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।