সোস্যাল মিডিয়া ফ্রিক না হলেও তাতে বেশ ভালোই জনপ্রিয়তা রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানের। সম্প্রতি ইস্টাগ্রামে বন্য লুকে উষ্ণ কিছু ছবি শেয়ার করে আবার আলোচনায় এসেছেন এই স্টার কিড।
দেখে নিন এই স্টারকিড’র বন্য লুকে উষ্ণতা ছাড়ানো ছবিগুলো….