দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। ১ ডিসেম্বর, ২০১৮ সালে এই জুটি দাম্পত্য জীবন শুরু করেন। প্রেম, এনগেজমেন্ট ও বিয়ে নিয়ে ওই বছর বলিপাড়ার আলোচনায় তুঙ্গে ছিলেন তারা। ভক্তদের আগ্রহও ছিল প্রিয়াঙ্কা-নিককে ঘিরে।
গত ১২ মাসে এই জুটির প্রকাশ পাওয়া মজার বিষয়গুলো আসুন জেনে নিই টাইমস অব ইন্ডিয়ার বরাতে।
স্ত্রী প্রিয়াঙ্কার প্রতি মুগ্ধতা প্রকাশে কার্পণ্য করেন না স্বামী নিক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কাকে ‘আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার আত্মবিশ্বাস, আমার সুন্দরী স্ত্রী’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, তোমার স্বামী হতে পেরে আমি গর্বিত।
তিনদিন ব্যাপী বিয়ের উৎসবে মাতেন প্রিয়াঙ্কা-নিক। ভারতীয় আর পশ্চিমা রীতিতে জাঁকজমকপূর্ণ এই বিয়ের মূল কারিগর ছিলেন নিক। প্রিয়াঙ্কা চেয়েছিলেন একটি প্রাইভেট দ্বীপে বিয়ে সারতে। কিন্তু এতে বাধ সাধেন নিক। মুম্বাইয়ে ঘুরতে এসে করে ফেলেন তার বিয়ের যাবতীয় পরিকল্পনা।
শেষমেশ রাজস্থানেই এই জুটির বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
মা হতে চলেছেন প্রিয়াঙ্কা, বিয়ের পর থেকেই এমন গুজব শোনা যাচ্ছে সংবাদমাধ্যমে। একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারেও প্রিয়াঙ্কা বলেন, সন্তান নিতে তিনি আগ্রহী। এর জন্য বেশি দেরি করতে চান এই বলিউড তারকা। মা হওয়ার গুজব বারবার ছড়ালেও প্রিয়াঙ্কার মা নিশ্চিত করেন, এখনই মা হচ্ছেন না পিংক গার্ল।
পুরো বছরই যার যার কাজে ব্যস্ত ছিলেন এই তারকা জুটি। শুটিংয়ের জন্য প্রিয়াঙ্কাকে অনেকবার ভারতে আসতে হয়েছে, একইভাবে কনসার্টের জন্য অনেক জায়গায় ভ্রমণ করতে হয়েছে নিককে। এরপরেও নিজেদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিয়মিত দেখা সাক্ষাতের বিষয়ে দুজনেই একটি সূত্র মেনে চলেন তারা। পরস্পরকে দুই থেকে তিন সপ্তাহ না দেখে থাকেন না তারা। এ ছাড়া কাজে ব্যস্ত থাকলে ভিডিও কলতো আছেই।