অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা বিজিবি’র হাতে আটক হয়েছেন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব ফরহাদকে (২৫) ১টি ৯ এমএম পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ লেদা স্টেশনের পাশে তাদের ক্রীড়া অফিস থেকে বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় আটক করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির লেদা বিওপির হাবিলদার অমলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে লেদা পুরাতন বাজারের ‘লেদা স্পোর্টিং ক্লাব’ থেকে ৮০ হাজার পিস ইয়াবা, ১টি চাইনা ৯ এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা মৃত আমীর হোসেনের পুত্র আবদুল মোতালেব ফরহাদকে (২৫) হাতেনাতে আটক করে। ইয়াবাসহ আটক আবদুল মোতালেব ফরহাদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
জানা গেছে, ছাত্রলীগের পদবী ব্যবহার করে ফরহাদ, নুরুল আমিন ফাহিম ও ফরহাদের দুলাভাই জাফর দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।