“অভিগম্য আগামীর পথে”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ২১তম জাতীয় ও ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
সকাল ১০ টায় বর্নাঢ্য র্যালীর মাধ্যমে কর্মসূচীর সুচনা হয়। র্যালীর পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা বই বিতরণ করা হয়। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ইপসা, সিডিডি, টিডিএইচ, মুক্তি ও এসএআরপিভি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম, জাতিসংঘের বিশ^ খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) এর প্রতিনিধি নুসরাত জহির, রিক ইএফএসএন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ রুহুল কুদ্দুস, ইপসা-র প্রজেক্ট ম্যানেজার শমসের উদ্দিন মোস্তফা, মুক্তি-র প্রজেক্ট ডিরেক্টর অশোক সরকার, সিডিডি-র মোঃ কাউসার রেদওয়ান, টিডিএইচ-র আসিফুল ইসলাম, এসএআরপিভি-র সুজিত চন্দ্র দাস সহ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আলোচনা সভায় সমাজের মূল স্রোত ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আসার জন্য সকলকে সহযোগীতার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী উক্ত দিবস উদযাপনে সহযোগী বেসরকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সকলকে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যানে আরো ফলপ্রসু কাজ করার পরামর্শ প্রদান করেন।