কাফনের কাপড় পড়ে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জহিরুল ইসলাম আপন নামের একজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি আপন হিজড়া নামে পরিচিত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ঢাকা এসেছেন বলে জানিয়েছেন। জিয়া পরিবারের জন্য সবোর্চ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত জানিয়েছেন জহিরুল ইসলাম আপন।
আপন হিজড়ার হাতে দুইটি প্ল্যাকার্ডও দেখা গেছে। এর একটিতে লেখা-‘দেশ নেত্রীর মুক্তি চাই’ এবং অন্যটিতে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’। শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলার পথে খালেদা জিয়ার মুক্তিসহ রাজনৈতিক স্লোগানও দেন আপন।
বিএনপি কার্যালয়ের সামনে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের জহিরুল ইসলাম আপন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমি রাজপথে নেমেছি। এখন এই ডিসেম্বর মাসে আমাদের একটাই দাবি- খালেদা জিয়ার মুক্তি। ’
তার এসব কর্মকাণ্ডে হাসাহাসি করেতে দেখা গেছে বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকা পুলিশের কর্মকর্তাদের। হাসাহাসি করলেও পুলিশ তাকে আটক কিংবা হয়রানি করেনি।