শিক্ষায় পিছিয়ে পড়া উখিয়া উপজেলাার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোহিঙ্গা অধ্যুষিত মধুরছড়া এলাকায়
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রিয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী উদ্যোগে জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের অস্থায়ী ভবনের উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
এ সময় তিনি বলেন, পশ্চাদপদ এলাকা হিসেবে মধুরছড়া এলাকায় শিক্ষার কোন সুযোগ ছিলো না। এই এলাকায় শিক্ষা গ্রহনের সুযোগ করে দিতেই মূলত এই উদ্যোগ। আশা করছি সরকার ও এনজিও সংস্থা এই বিদ্যালয়কে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য সহ অন্যান্যরা।