প্লেনে করে আনা পেঁয়াজ কোথায় তা সরকারের কাছে জানতে চেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, প্লেনে করে আনা পেঁয়াজ দেশে আসলে তো পেঁয়াজের দাম কমার কথা ছিলো। গত ৫০ বছরেও এভাবে পেঁয়াজের দাম বাড়েনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব বলেন।
‘বিদ্যুতের দাম বাড়ানোর যে গণশুনানি হয়েছে তাতে কেউ বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলেননি’-উল্লেখ করে মান্না বলেন, এরপরও সরকার বিদ্যুতের দাম বাড়াবে। আসলে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকারকে মানুষ ভোট দেয়নি। জোর করে ক্ষমতায় এসেছে। এজন্য কোনো কাজ ঠিকমতো করতে পারে না। শীতকালীন সব সবজির দামও বেড়েছে।
তিনি বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সারা দেশে উৎসব করে বেড়াচ্ছে। আর মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোনেরা নির্যাতিত হচ্ছেন।
ধর্ষিত হয়ে শেষ পর্যন্ত তারা মারা যাচ্ছেন। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ছে না। তারা এটাকে বড় কোনো ঘটনাই মনে করছে না। মধ্যপ্রাচ্যের নারীদের মৃত্যুতে তারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি।
খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দেন। তারপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো। তখন আদালত বলতে পারত, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেন রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু আদালত সেটা না করে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন। ১৩ তারিখ থেকে আদালত বন্ধ হয়ে যাবে। সময় আসছে, দিন আসছে, মানুষ মাঠে নামবে। জোর করে হলেও সব অধিকার আদায় করে নেবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক নারী ঐক্যের সদস্য লাকী বেগম, অ্যাডভোকেট শিউলি সুলতানাসহ নাগরিক নারী ঐক্যের নেতাকর্মীরা।