উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে আজ ৬ ডিসেম্বর শুক্রবার রাত ১০টায় প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিমান হয়রত মাওলানা তারেক মনোয়ার উপস্থিত থেকে পবিত্র কোরান ও হাদিস থেকে ওয়াজ করার কথা ছিল, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তিনি মাহফিলে উপস্থিত হতে পারেননি। মাহফিল আয়োজন কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন।
খয়রাতিপাড়া সীরত কমিটির আহবায়ক, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার কারনে প্রধান বক্তা তারেক মনোয়ার ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পারেননি। তিনি বলেন, এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ফেরত যান।
মাহফিলে এর আগে রাজাপালং এমইউ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক, হয়রত মাওলানা আবুল ফজল গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন।
প্রধান বক্তা উপস্থিত পারছেনা বলে শেষ মোনাজাত পরিচালনা করেন। পরে আয়োজক কমিটি মাহফিল সমাপ্ত ঘোষণা করেন।
এ ব্যপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, মওলানা তারিক মনোয়ার সাহেব যে ওয়াজ করবেন,সেটা আয়োজক কমিটি থানাকে অবহিত করেনি। সেখানে অন্য একজন মওলানা ওয়াজ করার কথা ছিল।