সবাই তখন ঘুমিয়ে, রাজ্যের ঘুম তাদের চোখেমুখে। কেউ ঘুমিয়ে, কেউবা ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। শীতের রাত,এই শীতে অনেক কাপড় গায়ে না জড়িয়েই ঘুমিয়ে পড়েছেন পথে ঘাটে রাস্তায়,চিন্নমূল মানুষগুলোর অভাবেই কাটে প্রতিরাত।
শুত্রুবার রাতে এসব ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।