কক্সবাজারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব–১৫। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫ কোটি টাকা।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকের আটক করা হয়। এ সময় মাছ ধরা নৌকাটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়ার সৈয়দ আমিন ও কক্সবাজার শহরের ফিসারি ঘাট এলাকায় বসবাসকারী রোহিঙ্গা মৃত ইউনুসের ছেলে খায়রুল আমিন।
র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমারের মাউংগু দ্বীপ থেকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে মাদকদ্রব্য ইয়াবার একটি চালান আসছে। তা মিয়ানমার থেকে সাগরযোগে ভোলা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার তল্লাশি করে এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
রাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি স্বাক্ষরিত প্রেস নোটে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।