কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে এলো আরও এক হাজার ৬৩৮ টন পেঁয়াজ। রোববার এ পেঁয়াজ খালাস করা হয়। টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, আরও পেঁয়াজের ট্রলার খালাসের অপেক্ষায় রয়েছে।
টেকনাফ শুল্ক বিভাগ জানায়, এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি মাসে আট দিনে সাত হাজার ৮৩ টন পেঁয়াজ আমদানি করা হলো। এর আগে গত নভেম্বরে ২১ হাজার ৫৬০ টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩, সেপ্টেম্বরে তিন হাজার ৫৭৩ ও আগস্টে ৮৪ টন পেঁয়াজ এসেছে।
তবে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও এখনও বাজারে দামে তেমন প্রভাব পড়েনি।