উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টিত বহুল আলোচিত ইউএনও কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে আগামী শুত্রুবার।
সরকারী ছুটি ও সবার সূবির্ধার্থে শুত্রুবার দিনটিকে বেচে নেওয়া হয়েছে বলে জানান উখিয়া ইউএনও কাপের স্বপ্নপূরুষ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।
ফাইনালে কাপ জয়ের জন্য লড়বে শৈলার ডেবা পাতাবাড়ী বাচাই একাদশ বনাম সোনারপাড়া বাচাই একাশত। ফাইনাল খেলায় দু,দলে মোট ৪ জন করে উখিয়ার বাইরের খেলোয়াড় খেলতে পারবে বলে জানা গেছে ।খেলা শুরু হবে বেলা ৩ টায়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন,সকলের আন্তরিকতা ও সহাযোগিতায় ইউএনও কাপ সমাপ্তের পথে,এ জন্য তিনি উখিয়ার জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,পাশাপাশি শুত্রুবারের ফাইনাল খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানান।