বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৬৮ রানেই গুটিয়ে গেল মোহাম্মদ নবির রংপুর রেঞ্জার্স। ১০৫ রানের বড় ব্যবধানে জয় পায় কুমিল্লা ওয়ারিয়র্স।
বুধবার চলতি আসরের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার ছুড়ে দেয়া ১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে রংপুর।
কুমিল্লার পক্ষে বল হাতে আল আমিন হোসেন ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রেঞ্জার্সের বোলারদের তোপে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল দলটি। কিন্তু অধিনায়ক দাসুন শানাকা শেষটায় এসে ভয়ংকর চেহারায় হাজির হলেন।