ফেনীতে ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম তাহেরা বেগম। তিনি কক্সবাজারের টেকনাফের জালিয়াঘাটা এলাকার বাসিন।
শনিবার দুপুরের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ওই নারী কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাঁকে ফেনীর মহিপাল এলাকায় আটক করে এবং দেহ তল্লাশী করে অতি কৌশলে লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আগেও চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।