মুক্তি কক্সবাজার এর এফডিএমএন শিক্ষা প্রকল্পের কর্মীদের সমন্বয় সভা ১৮ ডিসেম্বর উখিয়াস্থ প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব, ক্যাম্প-৯ এর সিআইসি শেখ হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের সাইট সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। প্রকল্প সমন্বয়কারী শান্তনু শেখর রায় সভায় সভাপতিত্ব করেন।
প্রকল্প সমন্বয়কারী মাল্টিমিডিয়াতে প্রকল্পের সামগ্রিক পরিস্থিতি ও অগ্রগতি উপস্থাপন করেন। শিক্ষা, সিফরডি, মনিটরিং এবং ইঞ্জিনিয়ারিং টিমও তাদের কার্যক্রম উপস্থাপন করেন। এর পরে মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার অতিথিদের সাথে ওরিয়েন্টেশন গাইডলাইন অন কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট, শিক্ষা সচেতনতা বিষয়ক পোস্টার, লিফলেটের মোড়ক উন্মোচন করেন। কর্মসূচি সংগঠকবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য ইউনিসেফের সহায়তায় মুক্তি কক্সবাজার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। সংস্থাটি এই প্রকল্পের মাধ্যমে ২২ টি ক্যাম্পে ৩৮২ টি শিশু শিক্ষা কেন্দ্র (এলসি) প্রতিষ্ঠা করেছে যা ৩২,৮৬০ জন রোহিঙ্গা শরণার্থী শিশুকে শিক্ষার সুযোগ পেতে সহায়তা করেছে।