আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আর ওবায়দুল কাদেরের ওপরই আস্থা রেখেছেন দলটির কাউন্সিলররা।
নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা।
আর সব গুঞ্জনের অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশন চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, মশিউর রহমান ও সাইদুর রহমান খান তাদের নাম ঘোষণা করেন।
নতুন নেতা নির্বাচনের সময় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর মতিন খসরু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর সদস্য পিযুয কান্তি রায়। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। এই প্রস্তাব সমর্থন করেন আবদুর রহমান। দুই জনই বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।
শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে আছেন।
একই সঙ্গে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
এর আগে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।