মুক্তি কক্সবাজার এর এফডিএমএন শিক্ষা প্রকল্পের আহত এক শিক্ষিকাকে ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার সংস্থার কর্মীদের জন্য গঠিত আপদকালীন তহবিল থেকে সাহায্যের চেক আহত শিক্ষিকা সনজু শর্মার হাতে তুলে দেন।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর সনজু শর্মা তার কর্মস্থল ক্যাম্প-১৯ এর শিশু শিখন কেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন।