উখিয়া উপজেলা নির্মাণ শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের সরব উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়।
২৭ ডিসেম্বর( শুক্রবার) দিনব্যাপী কোটবাজার দক্ষিণ স্টেশনে অনুষ্ঠিত অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উখিয়া কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা। নির্মাণ শ্রমিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল। এছাড়াও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী ,কক্স টিভির বার্তা সম্পাদক শফিউল শাহীন ।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংঘঠনের সাবেক সহ সভাপতি মফিজ মিয়া কন্ট্রাক্টর, নুরুল কবীর, ছেয়দুজ্জামান মুন্সি ,আবুল কালাম, জাফর আলম ,সাইফুল ইসলাম ও বর্তমান পরিচালনা কমিটির বেলাল আহমদ, আব্দুল করিম ,প্রশান্ত বড়ুয়া ,কামাল উদ্দিন, শফি আলম, মোহাম্মদ রমিজ, ফারুক আহমেদ ,জসিম উদ্দিন, জয়নাল আবেদীন , দিদার মিয়া প্রমূখ।
পরে ৪ জন সদস্যের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে মরণোত্তর চেক বিতরণ করা হয়। এ ছাড়াও বন ভোজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়েছে।