কক্সবাজারে চলমান শিল্প ও বাণিজ্য মেলা থেকে তিনজন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জুয়া খেলার সময় মেলা প্রাঙ্গণ থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকার আমান উল্লাহর ছেলে নজরুল ইসলাম (২৩), একই ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে বাবুল (২৩) ও কক্সবাজার শহরের ঘোনার পাড়ার আবদুল মজিদের ছেলে নূরুল হক (৩৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাসুম সাংবাদিকদের জানান, কক্সবাজারে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সাবানসহ বিভিন্ন কিছুর উপর চাকা নিক্ষেপ করার ‘জুয়া খেলা’র সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। তবে অভিযান টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
তিনি বলেন, চলমান শিল্প ও বাণিজ্য মেলায় কোন ধরণের জুয়ার আসর বসতে দেয়া হবে না। বসালে ব্যবস্থা নেয়া হবে।