সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মোবাইল ফোনের ব্যবহারে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, বাঙালির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি বুকে ধারণ করতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাংস্কৃতিকে ফুটিয়ে তুলেছিলেন।
হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিল্লাদ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, প্রমুখ।