সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। সহসভাপতি হয়েছেন এএসএম শহিদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী। সোমবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ সালের জন্য নোয়াবের নতুন কমিটির নির্বাচন হয়।
দুই বছর মেয়াদী নোয়াবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- মতিউর রহমান, তাসমিমা হোসেন, মাহফুজ আনাম, নঈম নিজাম, এমএ মালেক, মোজাম্মেল হক, এম শামসুর রহমান, তারিক সুজাত ও দেওয়ান হানিফ মাহমুদ।
নির্বাচন বোর্ডের প্রধান রিয়াজউদ্দিন আহমেদ নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন এএমএম বাহাউদ্দীন আহমেদ ও শাহ হোসাইন ইমাম।
সভায় গত ২০১৮-১৯ সালের আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়। এছাড়া অন্যান্য আলোচনার মধ্যে বাংলাদেশ ও বিশ্বব্যাপী সংবাদপত্র শিল্পের সংকট নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বলে সভায় মতামত তুলে ধরা হয়। সেজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এদেশের সংবাদপত্রকে কাজ করতে হবে বলে উল্লেখ্য করা হয়।