২০০৮ সালে মুক্তি পাওয়া ‘দোস্তানা’ ছবিতে অভিনয় করেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া। সিক্যুয়ালে নায়িকা হচ্ছেন জাহ্নবী কাপুর।
নায়ক হিসেবে ‘দোস্তানা টু’ ছবিতে প্রযোজক করণ জোহরের পছন্দে ছিলেন রাজকুমার রাও। কিন্তু প্রস্তাবে না করেন দেন তিনি।
বর্তমানে সিনেমাটিতে শ্রীদেবীর মেয়ের সঙ্গে থাকছেন কার্তিক আরিয়ান ও টিভি তারকা লক্ষিয়া লাওয়ানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাই মিররকে ‘নিউটন’-খ্যাত রাজকুমার বলেন, “একই সময়ে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে পরবর্তী ছবিতে অভিনয় করবো। ”
তবে জানান, ‘দোস্তানা টু’র চিত্রনাট্য বেশ চমৎকার। পরিচালক কলিন ডি’কুনহা চলচ্চিত্র স্কুলে তার সহপাঠী ছিলেন।
এর আগে বেশ কয়েকবার রাজকুমার রাও-এর সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেন করণ জোহর। তিনি জানান, এই সময়ের বলিউডের অন্যতম অভিনেতা রাজকুমার। আশা করেন তারা শিগগিরই একসঙ্গে কাজ করবেন।
চলতি বছর এই অভিনেতাকে দেখা গেছে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ও ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’। অবশ্য দুটি ছবির কোনোটিই বক্স অফিসে সাড়া পায়নি।
এদিকে মুক্তি পেতে যাচ্ছে মৌনি রায়ের বিপরীতে ‘মেড ইন চায়না’। হাতে আছে ‘টারাম খান’ ও ‘রুহি-আফজা’। এর মধ্যে দ্বিতীয়টির নায়িকা জাহ্নবী।