বছরের প্রথম দিনে নতুন বই পাবে, সে কী উচ্ছ্বাস ছিল মেয়েটির। তাই নিজের তাগাদায় ছুটছিল স্কুলে। কিন্তু স্কুলে পৌঁছার আগেই রাস্তায় ট্রাকের ধাক্কায় লাশ হলো রেশমা। নতুন বই পাওয়ার স্বাদ পূরণ হলো না তার। এমন সব কথা বলে হাউমাউ করে কাঁদছিলেন রেশমার চাচা সাইফুল ইসলাম।
তিনি জানান, বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানারকাঠগড় মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হয় রেশমা। রেশমা আক্তার মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে নগরীর পতেঙ্গা থানার কাঠগড় ধুমপাড়া এলাকার মো. শাহনূরের মেয়ে। শাহনূরের এক মেয়ে ও এক ছেলের মধ্যে রেশমা ছিল বড়। পড়ালেখায়ও ছিল ভালো।
এ ঘটনায় পতেঙ্গা থানার পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল কান্তি বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে না পেলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা ট্রাকচালককে আটক করেছি। রেশমার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রেশমার চাচা সাইফুল ইসলাম জানান, রেশমা নতুন বই নিতে স্কুলে যাচ্ছিল। স্কুলের পশ্চিম পাশে সি-বিচ রোডে একটি ট্রাক স্টার্ট দেয়ার পর পেছনে সরানোর সময় রেশমাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রেশমা। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওই ট্রাকের চালক এ সময় রেশমাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। তাদের সঙ্গে আমিও হাসপাতালে আসি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুইয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রেশমাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেশমা মেরুদণ্ড এবং ঊরুতে আঘাত পেয়েছিল বলে জানান চিকিৎসকরা।