বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জ্যৈষ্ঠ বিচারক মোহাম্মদ শামসউদ্দিন খালেদ এ আদেশ দেন।
চরজব্বর থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান, ২০১৭ সালের চার অক্টোবর মোজাম্মেল হোসেনের কাছে বিচার চাইতে যান ধর্ষণের শিকার এক নারী। ওই রাতে তাকে আটকে রেখে মারধর ও ধর্ষণ করেন মোজাম্মেল ও রবিউল। পরদিন তাদের নামে মামলা করেন ওই নারী। দুই দফা তদন্তের পর মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ওসি আরো জানান, সকালে মোজাম্মেল হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ধর্ষণের অভিযোগ আসায় ২২ ডিসেম্বর মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়।