উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রিবাহী বাস তল্লাশী কর মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যরা এক মহিলাকে আটক করেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রিবাহী বাস তল্লাশী করে মোছাঃ পাখি বেগম (৩২), স্বামী-মোঃ ইয়াসিন, গ্রাম-চুনতি, পোষ্ট-চুনতি, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম এর ভ্যানিটি ব্যাগে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৪,৪৭,০০০/- টাকা মূল্যের ১৪৯০ পীস বার্মিজ ইয়াবা এবং ১,০০০/- টাকা মূল্যের ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।