উখিয়ার জনগনের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হতে চলেছে। এনজিও সংস্থা আইওএমের অর্থায়নে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি মিনি ষ্টেডিয়ামে পরিনত করা হচ্ছে। ইতিমধ্যে আইওএমের একটি প্রতিনিধি বৃহস্পতিবার উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি পরিদর্শন করে জরিপ শুরু করেছে।
এ সময় তাদের সাথে ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্হার সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন শাহীন, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার সহ ক্রীড়ামোদীরা । এনজিও সংস্থা আইওএম প্রাথমিকভাবে ১০ টি খেলার মাঠে সংস্কার করবে। পাশাপাশি উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি মিনি স্টেডিয়ামে পরিণত করবে।