ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে তাজুল ইসলাম নামে এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার কাছ থেকে নগদ এক কোটি সাড়ে ৮৪ লাখ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।
আটক তাজুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ গ্রামে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে তাজুল ইসলামের বাসা ও অফিসে অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম। এ সময় বাসার একটি কক্ষে খাটের নিচে ও অফিস থেকে এক কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুলকে আটক করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযানে সংস্থাটির উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যগণ।