আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পর্যটন এলাকা ইনানীতে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার জমির সাইনবোর্ড ভাংচুর করে দখলে নিয়েছে দখলবাজরা।
জানা যায়, আদালতের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা অমান্য করে বৃহস্পতিবার সকালে ইনানী এলাকার মৃত নুর আহামদের পুত্র ছলিম উল্লাহ, মোক্তার আহামদের পুত্র ভুট্রোর নেতৃত্বে ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মফজল আহামদের জমিতে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাংচুর সহ জমিতে থাকা মালামাল চুরি করে নিয়ে যায়। প্রকাশ্যে দিবালোকে বীর মুক্তিযোদ্ধার জমিতে হামলা ও দখলের ঘটনা ঘটলে প্রশাসনের তৎপরতা না থাকায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
মুক্তিযোদ্ধা মফজল আহামদ বলেন, আমার অনেক বছরের স্বত্ব দখলীয় জমি তারা ভূয়া ওয়ারিশ দেখিয়ে জোর পূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এ ব্যাপারে মামলা দায়ের করা হলে বিজ্ঞ এডিএম কোর্ট ১৪৪ ধারা জারী করে। কিন্ত দখলবাজরা আদালতের নির্দেশ অমান্য করে আমার লাগানো সাইনবোর্ড ভাংচুর করে জমি দখল করে নেয়। তারা আমাকে খুন করার হুমকি দিয়ে যাচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্ত এদেশে আমার নিরাপত্তা নাই,আমি আমার নিরাপত্তা চাই। এ ব্যাপারে উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান এই বীর মুক্তিযোদ্ধা।
এ ব্যাপারে জানতে ইনানী ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ সাহার মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও রিসিফ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।