পঞ্চম বাংলাদেশি হিসেবে বিপিএলে শতক হাকালেন খুলনা টাইগার্সের হয়ে খেলা নাজমুল হোসেন শান্ত। শাহরীয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও তামিম ইকবালের পর শান্তর হাত ধরে শতক আসে বিপিএলে। এবারের বঙ্গবন্ধু বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি, এর আগে ডেভিড মালান ও আন্দ্রে ফ্লেচার শতক হাকান।
আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া এই ম্যাচে শান্তর সেঞ্চুরিতে ঢাকার রান পাহাড় আট উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় খুলনা। শান্ত ৫৭ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে মুশফিক ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
ঢাকার দেওয়া ২০৬ রানের টার্গেটে খেলতে নেমে শান্ত-মিরাজে দুর্দান্ত শুরু করে খুলনা। মিরাজ ২৫ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। মাঝে রুশো ১৭ বলে ২৩ রান করেন। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন শাদাব খান ও মেহেদী হাসান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুমিনুলের ৯১ রানে ভর করে ২০৫ রান করে ঢাকা প্লাটুন। মুমিনুল ৫৯ বলে ৯১ রান করেন। এ ছাড়া ৩৬ বলে ৬৮ রান করেন মেহেদী হাসান। খুলনার হয়ে একটি করে উইকেট নেন রবি ফ্রাইলিংক।
এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল খুলনা। দলটি কোয়ালিফায়ারে রাজশাহীর বিপক্ষে খেলব। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর যে দল হারবে তারা দ্বিতীয়বার খেলার সুযোগ পাবে ঢাকা-চট্টগ্রামের মুখোমুখি জয়ী দলের বিপক্ষে। এই দুই দলের লড়াইয়ে জয়ী দল চলে যাবে ফাইনালে।