পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় প্রতিবেশী কিশোরীকে ঘরে একা পেয়ে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগ উঠেছে ফিরোজ তালুকদার (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই কিশোরী ঘরে একা ছিল। সুযোগ পেয়ে প্রতিবেশীর ঘরে ঢুকে পড়েন ফিরোজ। তিনি ধর্ষণের চেষ্টা করলে কিশোরী চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী কিশোরীর ঘরের দিকে এগিয়ে এলে পালিয়ে যান ফিরোজ।
বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরোজ তালুকদারকে গ্রেপ্তারের পর পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।