১৬ অক্টোবর বুধবার রাত ৮ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যরা তল্লাশি চালিয়ে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রিবাহী বাস থেকে ( মিম আক্তার (২২), পিতা-মোঃ সাত্তার, গ্রাম-বলী চন্দ্রপাড়া, পোষ্ট-গোমতী, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি) এর শরীরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৫,৬২,৫০০/- টাকা মূল্যের ১৮৭৫ পীস বার্মিজ ইয়াবা এবং ১,০০০/- টাকা মূল্যের ০১ টি মোবাইল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-৫,৬৩,৫০০/- টাকা। আটককৃত মালামালসহ আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।