কক্সবাজার জেলার অন্যতম একটি বানিজ্যিক স্থান উখিয়া দারোগা বাজার এখন অস্থিত্ব সংকটে। বাজারের এক নম্বর খাস খতিয়ানের চাদিনা ভিটাও ফেরিফেরি ভুক্ত জমির উপর সম্পুর্ণ অবৈধ উপায়ে প্রভাব বিস্তারের মাধামে বহুতল ভবন নির্মানের কাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে বাজার ইজারাদারের পক্ষে স্থানীয় ভোক্তা সাধারন উপজেলা সহকারি কমিশনার ভুমি বরাবরে মৌখিকভাবে অভিযোগ করেন।
সহকারি কমিশনার ভমি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষনিকভাবে ভুমি অফিসের সার্ভেয়াারকে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে সাভেয়ার ঘটনাস্থালে গিয়ে জানতে পারেন মৃত বাদলের ছেলে উৎপল দাস বাজারের এক নং খাস খয়িানের বিশাল জায়গাজুড়ে বহুতল ভবন নির্মাণ করছে। সার্ভেয়ার তাকে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও কালো টাকার গরমে প্রশাসনের কোন আদেশ নির্দেশকে পাত্তা না দিয়ে বহাল তবিয়তে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে উৎপল দাস।
ভোক্তা সাধারনের অভিযোগ সরকার প্রতিবছর বাজারটি নিলামে ইজারা দিয়ে কোটি টাকা আয় করেন। এ বাজারে স্থানীয় উৎপাদিত তরিতরকারি বাজারজাত করে জীবন জীবিকা নিবর্াহ করছে হাজারো পরিবার । ভোক্তা সাধারন অবিলম্ভে উক্ত নির্ মান কাজ বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।