কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে ৫হাজার ৪শ ৯০পিস ইয়াবা সহ তিন জনকে আটক করেছে। তৎমধ্যে একজন রোহিঙ্গা। আটককৃতদের রামু থানায় সোপদ্দ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার সময় এ অভিযান চালানো হয়। রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজার গামী ব্যাটারি চালিত অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে চার হাজার পাঁচশত পিস ইয়াবা সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন লামা উপজেলার মেরা খোলা গ্রামের দানু মিয়ার ছেলে আব্দুল মালেক (৪১)ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের মো: ইসহাকের ছেলে মো:তৈয়ব (৩০।অপর দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টেরর বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজার গামী যাত্রীবাহি বাস তল্লাশী করে ৯শ ৯০পিস ইয়াবা সহ এক নারীকে আটক করেন। আটককৃত নারী হলেন পেকুয়া উপজেলার শীল খালী গ্রামের সেকান্দর আলীর ছেলে মিনা আকতার (৩২)।৩৪ বিজিপির কতৃর্ক পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।