কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরেও অনুষ্ঠিত হয়েছে ৩দিন ব্যাপী গত ১৭,১৮ ও ১৯ জানুয়ারি ৩০ তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা।
উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে হাজীরপাড়া সীরত কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বিশেষ অতিথি ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন প্রমুখ।
এসময় উপজেলার সমস্ত হাফিজিয়া মাদ্রাসার শত-শত ছাত্র -ছাত্রী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
এ সাড়াও সীরত মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও প্রধান আলোচক ছিলেন সাদিকুর রহমান আল-আযহারী।
দ্বিতীয় দেনে প্রধান অতিথি ছিলেন উখিয়া – টেকনাফর সাবেক সাংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও আলোচক ছিলেন আবদুল্লাহ আল আমিন।
তৃতীয় দিনের প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অদক্ষ হামিদুল হক চৌধুরী ও প্রধান আলোচক ছিলেন ড. সাঈয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী।
পরে বিজয় শিক্ষিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাতে মাহফিলে হাজার হাজার নারী পুরুষ দলে দলে যোগ দিতে দেখা যায়।