সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি।
দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মাস্টার মুহিব উল্লাহর সঙ্গে বৈঠক করেন হি লি। ঘণ্টাব্যাপী বৈঠকে তাকে আসন্ন মিয়ানমারের জাতীয় নির্বাচনে রোহিঙ্গারা ভোট দিতে চান বলে জানানো হয়।
সন্তানরা এখানে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ভুলতে বসেছে। পূর্ণ নাগরিকত্ব, সহায়-সম্পদ ফেরত ও লেখাপড়ার নিশ্চয়তা পেলে দ্রুত তারা দেশে ফিরতে চান।
বৈঠক শেষে হি লি লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পের ৪০ রোহিঙ্গা খ্রিস্টানের সঙ্গে কথা বলেন। পরে কুতুপালং ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা নেতা জাফর আলমের বাড়িতে শান্তি মহিলা কমিটির ব্যানারে ১৬ নারী ও ২৪ পুরুষ তার সঙ্গে দেখা করেন। এসব রোহিঙ্গারা বিশেষ দূতকে দ্রুত মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তিন দিনের সফরে গত রবিবার কক্সবাজার আসেন ইয়াং হি লি। এরপর সোমবার তিনি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্যরেখার তমব্রু ক্যাম্প পরিদর্শন করেন।