বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিগগিরই ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে।
গত বুধবার (২২ জানুয়ারি) এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কাজ চলছে। এ বিজ্ঞপ্তি অনুসারে খুব তাড়াতাড়ি আবেদন গ্রহণ করা হবে।
এর আগে গত ডিসেম্বর মাসে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে ১৫তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ হবে। ফল প্রকাশের পরপরই ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।