একটি দেশ কিংবা একটি জাতিকে ধ্বংস করার জন্য
মাদকই যতেষ্ট আর এই মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
উখিয়া কোচিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জাম চৌধুরী।
বৃহস্পতিবার রাতে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন,উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্ততঃ ১ টি মাঠের সংস্কার কাজ করা হবে। পাশাপাশি উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠের আমুল পরিবর্তন আনা হবে। খেলার জন্য আমার দরজা সবসময় খোলা। এ ব্যপারে আমি সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,রাজাপালং এম ইউ ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক দিদারুল আলম (খোকন)।
উপস্থিত ছিলেন কোচ বাবু জোতিময় বড়ুয়া মঙ্গল, মোহাম্মদ সিরাজ, শফিউল আলম শফিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া কোচিং ক্লাবের সভাপতি মোঃ হানিফ। অনুষ্টানটি উপস্থাপনা করেন উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু মেধু বড়ুয়া।